শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে খালেদা জিয়া : ডাঃ ফিরোজ

Oplus_0

মিনহাজ আলী, শিবগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল বলেছেন, বিগত ১৮ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন খালেদা জিয়া ও তার পরিবার। বিএনপি নেতা কর্মীর প্রত্যেক পরিবারের প্রতিই নির্যাতন করা হয়েছে। তবে ওনাদের (জিয়া পরিবার) প্রতি যে কষ্ট, নির্যাতন করা হয়েছে তা অন্য কোনো পরিবারের প্রতি করা হয়নি। খালেদা জিয়া ও তারেক রহমান খুবই অসুস্থ। এই রমজান মাসে আপনাদের দোয়া কবুল হবে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা তাদের জন্য দোয়া করবেন। মঙ্গলবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ শহীদ মীর মুগ্ধ স্কয়ারে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমি শিবগঞ্জে উপস্থিত হয়েছি। যাদের বয়স ২৩ বছরের নীচে তারা আমাকে কোনোদিন দেখেনাই। ১৮ বছর আগে আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি চেষ্টা করেছি এই উপজেলার কিছু উন্নয়নমূলক কাজ করার জন্য। কতটুকু উন্নয়ন করতে পেরেছি যারা মুরুব্বি আছেন তারাই ভালো বলতে পারবেন। আমার নামে অনেক মিথ্যা মামলা করা হয়েছিলো। দীর্ঘদিন আমি দেশের বাইরে ছিলাম। আমি গতকাল (সোমবার) জামিন পেয়েছি মাত্র। মূলত আমি আপনাদের সাথে দেখা করার জন্যই শিবগঞ্জে ছুটে এসেছি।

ফিরোজ মাহমুদ আরো বলেন, আমি শুনেছি কিছু কিছু নেতা আমাদের নির্যাতিত কিছু নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তবে আমি নিশ্চিত না। এ বিষয়ে আমাকে খতিয়ে দেখতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমি অনুরোধ করছি আমার কোনো নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েন না। এরপর যদি অনুরোধে কাজ না হয়, তাহলে কিভাবে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে হয় সেইটা আমাদের জানা আছে। ১৮ বছর আন্দোলন করে আমরা যখন স্বৈরাচার সরকারকে উৎখাত করতে পেরেছি, সেহেতু মিথ্যা মামলা থেকেও উদ্ধার করতে পারবো। সুতরাং বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করার চিন্তা ভাবনা করেন না। এরপরেও যদি কোনো কিছু হয়, তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। যদি নতুন কোনো মামলা হয় আপনারা তদন্ত করবেন। তাতে আমার নেতাকর্মী দোষী সাব্যস্ত হলে আপনারা গ্রেপ্তার করবেন। আমার তাতে কোনো আপত্তি নাই। আর যদি তদন্ত ছাড়া কোনো নেতা কর্মীকে হয়রানি করা হয় তাহলে তার উপযুক্ত জাবাব আমরা দিয়ে দিবো।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন। এসময় আরো বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, বিএনপি নেতা ডাঃ আশিক মাহমুদ ইকবাল, কেন্দ্রীয় যুবদল নেতা সোহানুর রহমান সোহান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ, শাহাদৎ হোসেন, জেলা ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমূখ।

সংবর্ধনার পূর্বে ডাঃ ফিরোজ মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার জিয়ারত ও পরে আলিয়ারহাট নিজ গ্রামে তার বাবার কবর জিয়ারত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ