লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সেই অটোরিকশা চালকের হত্যাকারী আবুল কালাম আজাদ ওরফে আবু গ্রেফতার। সোমবার (২০ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার তারেক বিন রশিদ সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন ভাড়ার কথা বলে ডেকে নিয়ে, গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধে মুরাদকে হত্যা করে অটোরিকশা নিয়ে আত্মগোপনে চলে যায় আবু।
তথ্য প্রযুক্তির সহায়তায় ১৮ নভেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান-পরিচালনা করে আবুকে গ্রেপ্তার করে পুলিশ। আবুর দেওয়া তথ্যমতে ১৯ নভেম্বর কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে মুরাদের অটোরিকসাটিও উদ্ধার করা হয়েছে। ভিকটিম মুরাদ হোসেন (১৫) সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আধাঁরমানিক গ্রামের আজাদ এর ছেলে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর অটোরিকসা চালাতে গিয়ে নিখোঁজ হয় মুরাদ। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করেন। কোথাও না পেয়ে ৮ নভেম্বর স্থানীয় আবুল কালাম আজাদ (৫০) ও সজিব (২০) কে বিবাদী করে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন মুরাদের মা। এ ঘটনায় ১১ নভেম্বর লক্ষ্মীপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই গা’ঢাকা দিয়ে ছিল অভিযুক্ত আবুল কালাম।
নিখোঁজের চার দিনপর ১১ নভেম্বর দুপুরে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আধাঁরমানিক গ্রামে একটি ধান ক্ষেতে মুরাদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনসহ প্রমুখ।