বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্ধকোটি টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে তার অপসারণ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও ইউপি সদস্যরা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। সুজাউদ্দৌলা লিপটন ইউপি চেয়ারম্যান ছাড়াও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক।

মানববন্ধনে বক্তারা বলেন, সুজাউদ্দৌলা লিপটন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎসহ টাকা খেয়ে গ্রাম আদালতে বিচার করেন। তিনি জাতীয় পার্টির নেতা হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন এমনটি দাবি করেন বক্তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ইউপি সদস্যদের তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করে আসছেন৷ গ্রাম আদালতের বিভিন্ন বিচার টাকার বিনিময়ে নিজ বাড়িতে মিমাংসা করেন। তিনি জাতীয় পার্টির নেতা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের সময়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন।

ইউপি সদস্যরা নিরুপায় হয়ে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরে সুষ্ঠু বিচার ও তার অপসারণের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এতে আরও জানা যায় , ৪ নং বাহাগিলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাবিটা প্রকল্পের দুই লক্ষ নব্বই হাজার টাকা, কাবিখা প্রকল্পে ২.৫০০ টন চাল, টি আর প্রকল্পের দুই লক্ষ চৌদ্দ হাজার টাকা, এইচবিবি প্রকল্পের ইট জমা না করে নিজের বাড়িতে রাখা, ৮ নং ওয়ার্ডের কাবিটা প্রকল্কের দুই লক্ষ নব্বই হাজার টাকা, ২০২২ থেকে ২০২৪ অর্থবছরের ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু বলেন, লিপটন ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। তিনি নিয়মনীতির তোয়াক্কা করেন না। মানববন্ধন করে তার প্রতি অনাস্থা জানাচ্ছি। তার অপসারণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে একাধিকবার ফোন দিলেও সুজাউদ্দৌলা লিপটন এর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *