সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অসহায় শীতার্ত মানুষের পাশে কবির আহমদ ভূঁইয়া 

এম নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়ার জননন্দিত নেতা ব্রাহ্মণবাড়িয়া-৪  আসনের রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কবির আহমদ ভূঁইয়া অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখাযায়, নিজের আরামের ঘুম হারাম করে শীতের রাতে যারা শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছিল তাদের জন্য কম্বল নিয়ে প্রত্যেকটি অসহায় মানুষের পাশে গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করছেন তিনি। আখাউড়া রেলওয়ে জংশনে অসহায় শীতার্ত মানুষের মাঝে নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল পৌঁছে দেন।
কবির আহমদ ভূঁইয়ার বলেন, আমি যখন খবর পেলাম যে শীত বস্ত্র কম্বলের অভাবে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। খবর টি শুনার সাথে সাথে কম্বল নিয়ে তাদের পাশে হাজির হয়েছি।
তিনি আরো বলেন, আমি সবসময় চেষ্টা করি গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমি আমার আয়ের একটা অংশ অসহায় মানুষের জন্য ব্যয় করি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাজীবন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি কখনো নেতা হওয়ার স্বপ্ন দেখিনা। আমি স্বপ্ন দেখি সাধারণ মানুষের সেবক হতে। আমি সবসময় শোষিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *