
সৈয়দ মিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ আকমল আলী রোড এলাকায় দারুস সুন্নাহ রওশনিয়া মহিলা মাদ্রাসায় জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এবং মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শুক্রবার সম্পন্ন হয়েছে।
চিকিৎসা সেবা ক্যাম্পাইনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস,সুন্নতে খৎনা , মেয়েদের নাক – কান ছেদন রোগ নির্ণয়ে ওজন পরিমাপএবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র এবং অসহায় রোগীদের ঔষধ পত্র বিতরণ কর্মসূচি পালন করে।
এই উপলক্ষে এক প্রীতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমির মো, আবু মোকারম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক অ্যাডভোকেট মো. শাহেদ, ডাঃ এ কে বিশ্বাস।
সংগঠক মো. আব্দুর রহিম বিশ্বাসের সভাপতিত্বে ও মাওলানা মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. আবুল হাশেম নোমান, গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাঃ মো. সাইফুল ইসলাম , বিশিষ্ট শিক্ষাবিদ মো, সাহিদুল ইসলাম, প্রাচিকসের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মো. কামাল উদ্দিন, ডাঃ মো. মেহেদী হাসান , দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মানবাধিকার সংগঠক ও এডভোকেট শিল্পী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এলাকার ৩০০ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি আবু মোকারম বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ধরনের মহতী উদ্যোগ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ও ইউনিটভিত্তিক সমাজ উন্নয়ন পরিষদের মাধ্যমে আয়োজন প্রতিনিয়তই বাস্তবায়ন করে যাবার অঙ্গীকার রয়েছে।