
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়া জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ।
শনিবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারী মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)।
উক্ত সভায় বগুড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগেও গত ৪ মাস একাধারে জেলার শ্রেষ্ঠ ইনচার্জ মনোনীত হয়েছিলেন সারওয়ার পারভেজ।
এব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ বলেন, আমি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের পর আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ পুরস্কার তদন্ত কেন্দ্রে কর্মরত সকল পুলিশ সদস্যের কর্মস্পৃহা আরও বেগবান করবে বলে আমি মনে করি।