শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটক

মো. রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার: বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে এসে জুমঘরে স্থানীয়ভাবে তৈরি বন্দুকের গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)।

তিনি ঢাকার ডেমরার মো.আলামীনের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত ত্বহার সাথে থাকা ৪ বন্ধুকে আটক করেছে।

জানা যায়, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদম আসেন। তারা পর্যটক তথ্য কেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে অবস্থান নেন। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান।

সোমবার সকালে জুমঘর থেকে ঘুম থেকে ওঠার পর জুমঘরে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় সঙ্গীয় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টেনে দেন। এতে গুলি ত্বহা বিন আমীনের বুকে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লাশটি তরনী ঝিরি পেরিয়ে মাতামুহুরীর চরে আনা হয়।

আলীকদম থানার এসআই শাহাদাত হোসেন জানান, পুলিশ প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় মৃত ত্বহা বিন আমীনকে উদ্ধার করে এবং তার সাথে থাকা ৪ বন্ধুকে আটক করে।

পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ