সাকিব আসলাম, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)-এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে বুনন সংগঠনের বর্তমান সভাপতি মো নাহিদুর রহমান ও সদস্য সচিব হিসেবে সাহিত্য সংসদের সভাপতি পলাশ হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী ছয় মাস তারা এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ঐক্যমঞ্চের কক্ষে আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভের সভাপতিত্বে ঐক্যমঞ্চের অধিভুক্ত ১২ টি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐক্যমঞ্চের দায়িত্ব হস্তান্তর করা হয়।
এছাড়া সদস্য সচিব পলাশ হোসেন বলেন, প্রতিটি সংগঠন তাদের সাংগঠনিক কার্যক্রম যেন সঠিকভাবে করতে পারে এবং যে সংগঠনগুলো তাদের কার্যক্রমে পিছিয়ে পড়ছে তাদের কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে ঐক্যমঞ্চ ও ঐক্যমঞ্চের অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে আরো বেশি একে অপরের প্রতি আন্তরিক হতে হবে।
এসময় আহবায়ক মোঃ নাহিদুর রহমান বলেন, ঐক্যমঞ্চ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর প্রতিনিধিত্ব করে আর এই সকল সংঠনগুলো অরাজনৈতিক ও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়ে সামাজিক সংগঠনগুলো যাতে মুক্তভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে ঐক্যমঞ্চের আহ্ববায়ক হিসেবে তার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
সর্বোপরি, বিদায়ী আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে ঐক্যমঞ্চ কাজ করবে এবং উক্ত কাজের সাথে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনের যেকোনো যৌক্তিক কাজে সবসময় পাশে থাকবো।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ যা সংক্ষেপে ঐক্যমঞ্চ নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও সংগঠকদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও দাবি আদায়ে কাজ করে থাকে ঐক্যমঞ্চ।