বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের দেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 
আজ স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে এ বছর মোট ১৪৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী সম্পন্ন হয়েছে।
‘আগামীর জন্য একতাবদ্ধ’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে  সনদপ্রাপ্তদের মধ্য থেকে ১৪ জন ‘হাই অনার’, ১২ জন ‘অনার’ এবং  ১২ জন বিভিন্ন সাবজেক্টে অসাধারণ কৃতিত্বের সনদ লাভ করে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তরা সিনিয়ার শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ ও হেড অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জাহীন আর রহমান ও মুনশাতিয়া ইসলাম মেরি। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ