ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচন পরিদর্শন করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পযন্ত কাফিলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।
এসময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ভোট কেন্দ্র পরিদর্শন করেন ।
জানা গেছে, প্রায় ৪ মাস আগে উত্তর হামছাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক পোদ্দার মারা যান। পরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে সেখানে পুনঃনির্বাচন দেয়। নির্বাচনে ফারুক হোসেন (মোরগ), দেলোয়ার হোসেন (তালা), ফিরোজ আলম বাবু (টিউবওয়েল) ও জয়নাল আবেদিন আবদুল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে ২ হাজার ৮৬৫ জন ভোটার রয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রে ৩ স্তরে কঠোর নিরাপত্তা রয়েছে। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ শেষ হবে। পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আগামীতেও একইভাবে ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করা হবে।