শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপ-নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচন পরিদর্শন করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পযন্ত কাফিলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।

এসময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ভোট কেন্দ্র পরিদর্শন করেন ।

জানা গেছে, প্রায় ৪ মাস আগে উত্তর হামছাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক পোদ্দার মারা যান। পরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে সেখানে পুনঃনির্বাচন দেয়। নির্বাচনে ফারুক হোসেন (মোরগ), দেলোয়ার হোসেন (তালা), ফিরোজ আলম বাবু (টিউবওয়েল) ও জয়নাল আবেদিন আবদুল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে ২ হাজার ৮৬৫ জন ভোটার রয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রে ৩ স্তরে কঠোর নিরাপত্তা রয়েছে। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ শেষ হবে। পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আগামীতেও একইভাবে ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ