
মোহাইমিনুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চালানো শিখতে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলে পেঁচিয়ে প্রকাশ চন্দ্র নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত যুবক উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত প্রকাশ চন্দ্র ট্রাক্টর চালানো শেখার জন্য প্রতিদিন ট্রাক্টরের ড্রাইভারের পাশে বসিয়ে চালানো শিখতেন। বৃহস্পতিবার দুপুরে নন্দুনেফড়ার যাদবচন্দ্র এর জমি চাষের সময় হঠাৎ করে তার পরনের লুঙ্গি চাকায় পেঁচিয়ে লাঙ্গলের ভিতর চলে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে আটকে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার আইনগত সহায়তা চাইলে করা হবে।