
মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া সদরের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায় ও শুভাশিস সভা অনুষ্ঠান আজকে কলেজের হালিমা রউফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ এ কে এম শিবলী।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার , সম্মান শ্রেণির শিক্ষার্থী রেজুয়ান, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সায়মা আক্তার। সংগীত পরিবেশন করেন বিদায়ী শিক্ষার্থী পলাশ, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তার।
বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি মহিবুর রহিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া সরকারি মহিলা কলেজজের সুযোগ্য অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ।
স্বাগত বক্তব্যে কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ এ কে এম শিবলী শিক্ষার্থীদের পরীক্ষার পূর্বে এবং পরীক্ষার দিন করণীয় সম্পর্কে অবহিত করেন। পরীক্ষায় ভালো ফলাফল করতে শিক্ষার্থীদের প্রতি কঠোর পরিশ্রম করতে নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ বিদায়ী পরীক্ষার্থীদের বলেন শুধু সার্টিফিকেটে জিপিএ ৫ পেলে চলবে না, মানুষ হিসেবে জিপিএ ৫ পেত হবে। এজন্য আগামীর উন্নত বাংলাদেশ গঠনে যোগ্য মানবিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।
প্রধান অতিথি এ এস এম শফিকুল্লাহ বলেন আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হতে হলে তোমাদেরকে তথ্যসমৃদ্ধ সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জাতিরপিতার সোনার বাংলা গড়তে পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হতে হবে।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন বলেন, প্রতিটি বিষয়ে শতভাগ উত্তর প্রদানের নির্দেশ দেন। বার বার চেষ্টার মাধ্যমে নিজেদের প্রতিটি বিষয়ে যত্নবান হওয়ার আহবান জানান।
এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক ফজলুল হক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেম।