শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চাই – রফিকুল ইসলাম খান

মো. আখতার হোসেন হিরন, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪মার্চ বিকেলে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুঁখা পিপি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারি মো: আরিফুল ইসলাম এর পরিচালনায় প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

তিনি তাঁর বক্তব্যে বলেন এদেশে আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চাই। যতদিন পর্যন্ত তা বাস্তবায়ন না করতে পারব, ততদিন পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার আমীর শাহিনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা আমীর রাশেদুল ইসলাম শহিদ,সাবেক আমীর হোসাইন আলী,থানা নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা,সোলাইমান হোসেন সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা,মাওলানা রাকিবুল হাসান,সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখা।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে সেই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতারা। প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *