বৃহস্পতিবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কক্সবাজার সৈকতে দমকল কর্মীদের প্রশিক্ষণ দিল আমেরিকান সেনা ও বিমান বাহিনী

মো. ওসমান গণি (ইলি), কক্সবাজার: কক্সবাজার সৈকতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য চারদিনের বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে আমেরিকান সেনা ও বিমান বাহিনী। গত রোববার শুরু হয়ে বুধবার পর্যন্ত চলা এ প্রশিক্ষণে কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী অংশ নেন।

১৮ মে শুরু হয়ে ২১ মে শেষ হওয়া এ প্রশিক্ষণ চলে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি নির্ধারিত পয়েন্টে। প্রশিক্ষণে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আটকে পড়া মানুষকে উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনা, এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের বিভিন্ন কৌশল শেখানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার অঞ্চলের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, “যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনী এই প্রশিক্ষণ পরিচালনা করেছে। এটি আমাদের সদস্যদের আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিতে সহায়তা করেছে।” প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন মার্কিন প্রশিক্ষকেরা।

দুর্যোগ প্রবণ উপকূলীয় অঞ্চলে এ ধরনের উদ্যোগ ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ