
মিজানুর রহমান, কর্ণফুলী: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার জুমার নামাজের পর চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম হাজী বাড়ির পেছনের বসতবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বরকত হোসেন (২৭) । তিনি চরপাথরঘাটা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত হোসেন আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে বরকত হোসেন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই সংসার চালানোর খরচ এবং বিবাহ সংক্রান্ত ধারদেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
সম্প্রতি তিনি একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। প্রথম কিস্তি পরিশোধ করলেও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ নিয়ে মানসিক চাপে ছিলেন। বড় ভাই তৌহিদ হোসেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয়নি।
শুক্রবার বাসা পরিবর্তনের সময় বরকত একটি খালি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, “আমরা আত্মহত্যার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। লাশ উদ্ধার ও সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, ঋণগ্রহণ ও পরিশোধ সম্পর্কে আরও প্রশিক্ষণ এবং কাউন্সেলিং ব্যবস্থা চালু করা হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।