বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কসবায় নগদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা (এমএফএস) দেওয়া কোম্পানি নগদের কসবা-আখাউড়া উপজেলার অনুমোদিত ডিস্ট্রিবিউশন হাউজের স্বত্বাধিকারী মো. রাজিব মিয়ার উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল চারটার সময় কসবা তফাজ্জল আলী বিশ্ববিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । এতে ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত কর্মকর্তাদের লাল ও আকাশী রঙের জার্সি পরিহিত দুইটি টিমে ২২ জন খেলায় অংশগ্রহণ করেন।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লায় নগদ সেলস ম্যানেজার মেহেদি আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার এ কে এম নুরুল আনোয়ার।

আরো উপস্থিত ছিলেন খেলার আয়োজক মোহাম্মদ রাজিব মিয়া। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন করব পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুম, মনির, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, আব্দুল্লাহ, মোকাররম হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ।

খেলাটি যৌথভাবে পরিচালনা করেনএহতেশামুল হক ও জিন্নাতুল ইসলাম। লাল দল ডিস্ট্রিবিউশন হাউজের পক্ষে এবং আকাশি কালারের দল নগদ রিজনাল অফিসের পক্ষে খেলেন। উক্ত ফাইনাল ফুটবল ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

খেলা শেষে নগদ ডিস্ট্রিবিউশন হাউজ এর পক্ষ থেকে দৈনিক যায়যায়কালের সহ-সম্পাদক মো, রাজীব মিয়া আমন্ত্রিত অতিথি এবং খেলোয়ারদের মাঝে সম্মাননা ট্রফি বিতরণ করেন।

সম্মাননা ট্রফি বিতরণকালে সংক্ষিপ্ত বক্তৃতায় আয়োজক মো. রাজিব মিয়াবলেন, বর্তমান যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে, শরীর ও মনোবল ভালো রাখতে খেলাধুলা আর সুষ্ঠু বিনোদনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু বিনোদন ও খেলা করি মাদকমুক্ত দেশ গড়ি। কম খরচে ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের সাথেই থাকুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ