বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কসবায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘরে গাছ পড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছের নিচে চাপা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম জয়নাল আবেদীন (২৫)। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। জয়নাল পেশায় দিনমজুর। একই ঘটনায় জয়নালের স্ত্রী নিপা আক্তার (২০) আহত হয়েছেন। নিপা বর্তমানে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সারা দিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকে। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে একটি গাছ ভেঙে জয়নালের ঘরের টিনের চালের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই জয়নাল মারা যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জয়নালের স্ত্রী নিপা আক্তারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম নিহত জয়নালের বাড়ি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

ইউএনও মাসুদ উল আলম বলেন, ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জেলা প্রশাসকের ত্রাণভান্ডার থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

রাশেদুল কাওসার ভূঁইয়া বলেন, আইনমন্ত্রী আনিসুল হক নিহত ও আহত ব্যক্তির পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ