
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে সবজির বীজ তাদের হাতে তুলে দেয়া হয়। এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনলাইন পত্রিকা “বদ্বীপ বাংলাদেশ” এর সম্পাদক ফজলুল হক মনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুল আলামিন , আরবি প্রভাষক আব্দুল কাদের, ইংরেজির প্রভাষক ও রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম নাবিল, সাংবাদিক এনামুল হক মনি, নাবিউর রহমান চয়ন।
বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, এই বীজের মাধ্যমে উৎপাদিত সবজি নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশিদের দেয়া যেতে পারে। বেশি হলে বাজারে বিক্রি করে শিক্ষার্থীরা বই খাতা কিনতে পারবে। এটি একটি প্রশংসণীয় উদ্যোগ। পরে এই আয়োজনের অর্থদাতা মরহুম মান্না হাজীর আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।