মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাপাসিয়ায় চকলেট খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় টোক ইউনিয়নের ১৬ নম্বর কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার টিফিনের সময় পার্শ্ববর্তী দোকান থেকে ‘আঁখি মিল্ক লজেন্স’ খাওয়ার কিছুক্ষণ পর ৮ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেন। অসুস্থ শিক্ষার্থীরা সবাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকলেট খাওয়ার পর শিক্ষার্থীদের বমি হয়। সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষকে জানালে তিনি শিক্ষার্থী ‎শিহাব, চম্পা, সুবর্না, মিম আক্তার, মারিয়া, মিম ও সুমাইয়া সহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার জানান- পার্শ্ববর্তী জাহানারার দোকানের মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থ শিক্ষার্থীরা বাড়িতে ফিরে গেছে। সবাই আশঙ্কামুক্ত। ধারণ করা হচ্ছে নিম্নমানের এবং অস্বাস্থ্যকর চকলেট খাওয়াতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইঁয়া জানান- বিদ্যালয়ের আশপাশে কোন দোকান থাকতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ