সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ‘মাদক মাফিয়া’ যুবলীগ নেতা সোহরাব গ্রেফতার

শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে ‘মাদক মাফিয়া’ বলে খ্যাত যুবলীগ নেতা সোহরাব মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের সিডির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার সোহরাব মিয়া ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন নেওয়ানীপাড়ার ইলাম উদ্দিনের ছেলে। তা ছাড়া তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুরের ছোট ভাই এবং যাত্রাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সোহরাব মিয়ার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রাম শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা হিসেবে তাঁর নাম পেয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রাপুর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, শুধু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নয়, জুয়ার টাকার অংশ থানায় পৌঁছে দেওয়ার জন্য লাইনম্যান হিসেবে কাজ করতেন সোহরাব। অতীতে তার বিরুদ্ধে থানায় বারবার অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।

যাত্রাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, সোহরাব এই এলাকার মাদক মাফিয়া। এলাকার যুব সমাজকে মাদকের ছোবলে সে শেষ করে দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনে অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব থাকায় সে পার পেয়ে যায়। আমি নিজে চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা সভায় এসব বিষয় উত্থাপন করেছিলাম। কিন্তু রহস্যজনকভাবে কোনো কাজ হয়নি।

এ বিষয়ে ওসি নাজমুল আলম বলেন, সোহরাবের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করা হবে।

থানার লাইনম্যান হিসেবে কাজ করার বিষয়ে জানতে চাইলে জবাবে ওসি বলেন, বিষয়টি আমার জানা নেই। অতীতে তার এমন কোনো সংশ্লিষ্টতা থাকলে তা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ