শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লা নগরী উৎসবের আমেজে পরিনিত হয়। জাতীয় ও দলীয় পতাকা,পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ. ক.ম বাহাউদ্দীন বাহার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকোট আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুর রহমান জুয়েল,উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হোসেন বাহলুল,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি,বিশেষ অতিথি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজির রহমান বাবলু,সদর উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা অধক্ষ আবুল বাশার প্রমূখ।
সম্মেলনের বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কুমিল্লার মানুষের ভালবাসার কারণে আজ এখানে উপস্থিত হয়েছি। আপনাদের ভালবাসা আমাকে অনেক শক্তিশালী করেছে। আল্লাহর অসীম মেহেরবানীতে আপনাদের ভালবাসায় হাসপাতাল থেকে বাসা হয়ে সরাসরি এ প্রথম সম্মেলনে এসেছি। কুমিল্লা অনেকে মন্ত্রী হয়েছে কুমিল্লায় কেউ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল তৈরি করেন নাই। আমি এমপি হওয়ার পর প্রথম ম্যুরাল তৈরি করেছি।
প্রধান অতিথি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৪ টি বছর স্বাধীনতার জন্য অপেক্ষা করেছেন এবং বাংলাদেশ স্বাধীন করেছেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতাকে হত্যা না করলে আজকে বাংলাদেশ বিশ্বের এক নম্বর স্থানে থাকতো। আজকে খালেদা জিয়া ও ফখরুলরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বিএনপি জামায়াত দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চায়।
বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হলে আগামী সংসদ নির্বাচনে আবার আওয়ামীলীগকে সরকার নির্বাচিত করবেন। আমি বিএনপির ফখরুল সাহেবকে বলতে চাই, সম্মেলন কাকে বলে কুমিল্লা টাউন হলে এসে দেখে যান কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন দেখলে বুঝতে পারবেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি নিম্নরুপ-
সভাপতি বীর মুক্তিযোদ্ধাঅধ্যাপক কাজী আবুল বাসার
সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক , মামুনুর রশিদ মামুন,মো: সেকান্দর আলী, ইকবাল হোসেন বাহলুল, মো: আবুল কালাম আজাদ, মোঃ আমিনুল হক,মোঃ শাহজাহান , মো: সেলিম, মোবারক আলী, সাধারণ সম্পাদক মো: তারিকুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, কাজী খোরশেদ আলম মো.আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কবীর খান, এস.এম. সাইফুল আলম,আব্দুল মোতালেব লিটন,
দপ্তর সম্পাদকনাছির উদ্দিন
সহদপ্তর সঞ্জয় দাস,কোষাধ্যক্ষ পেয়ার আহাম্মদ,আইন বিষয়ক সম্পাদক এড.রফিকুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন,তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মো: আবুল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মো: মঞ্জিল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম,সহ প্রচার তাহমিনা আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল হোসাইন মহিলা বিষয়ক সম্পাদক এড. হোসনে আরা বেগম, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক, কামরুজ্জামান শ্যামল শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, শ্রম সম্পাদক শরীফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূইয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মোরশেদ শাহীন। ৩৫ জনকে সাধারণ সদস্য করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।