শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় ‘সুস্বাস্থ্যের জন্য খাদ্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাকিব আসলাম: স্বাস্থ্যই সকল সুখের মূল- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়াতে `সুস্বাস্থ্যের জন্য খাদ্য’ নামে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার হাটস হরিপুরে কোয়ালিটি চাইল্ড কেয়ার স্কুলে ‘সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ’ সংগঠন এ আলোচনা সভা আয়োজন করে।

এ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দ্বীপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ এর সভাপতি ড. মো: আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান এবং এ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই একজন শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক মাত্রায় খাদ্য এবং পুষ্টি গ্রহণ। শিশুদের শুধু খাবার খাওয়ালে হবে না। খাবার খাওয়ানোর সময় পুষ্টি গুনাগুনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সঠিক মাত্রায় পুষ্টি গুণাগুণসম্পন্ন খাবার খেতে দিতে হবে। শিশুদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে আমরা গড়ে তুলতে পারবো সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ। পুষ্টি গুণাগুণ বিবেচনায় রেখে খাদ্য গ্রহণের মাধ্যমে গড়ে উঠতে পারে সুস্থ দেহ সুন্দর মন কর্মব্যস্ত সুখী জীবন।

উল্লেখ্য, উপস্থিত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের খাদ্যের প্রয়োজনীয় মাত্রা এবং পুষ্টি গুণাগুণ বিবেচনা করে খাবার গ্রহণ’সহ শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে এমন বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। পরবর্তীতে আলোচনা সভা শেষে জাহিদ ফাউন্ডেশনের সহযোগিতায় বাচ্চাদের মাঝে ফলজ ও বনজ গাছ প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ