
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল উত্তেজিত ছাত্র ও সাধারণ জনগণ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ভবনটি ঘিরে ফেলে এবং দলীয় কার্যালয়ের দেয়াল, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুরো ভবনটিই গুঁড়িয়ে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা বলেছেন, তারা ‘স্বৈরাচারের প্রতীক’ হিসেবে এই কার্যালয়কে ধ্বংস করেছেন। অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পূর্বপরিকল্পিত এবং দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রের অংশ।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রশাসন জানিয়েছে, তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।