উত্তম দাস, খুলনা ব্যুরো: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহায়তায় মঙ্গলবার খুলনাস্থ নাইস ফাউন্ডেশনের আয়োজনে হল রুমে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির কো-কনভেনার এবং ধ্রুব সংগঠনের প্রতিষ্ঠাতা উত্তম দাস। সভায় খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির সম্পাদক ও নাইস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এম মজিবুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।
স্বাগত বক্তব্যে আগামী এক বছরের কর্মপরিকল্পনা ব্যক্ত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কলেজের অধ্যক্ষ (অব:) মোসা: মাহমুদা খাতুন।
তিনি বলেন, আমাদের দৃষ্টি রাখতে হবে যেন কোন প্রকার ভায়োলেন্সের শিকার কেউ না হয়। যদি কেউ তার অধিকার না পায় সে সকল বিষয়গুলি আমাদের নজরে এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের বর্তমান অবস্থায় আমাদের কর্ম এলাকার পরিস্থিতি তুলনামূলক ভালো। তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা যা খুলনাবাসীর ভাবনার বাইরে ছিলো সেগুলো যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
কো-কনভেনার লুৎফুন্নেছা হিরা বলেন, আমাদের এই কমিটিকে আরো শক্তিশালী করার জন্য নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজন। অবসর প্রাপ্ত জজ, স্কুল/কলেজ শিক্ষক ও অন্যান্য সমাজসেবীদের পরবর্তী মিটিং এর মাধ্যমে অর্ন্তভুক্ত করতে হবে।
দৈনিক আমার সংবাদ এর ব্যুরো প্রধান ও এইচআরডি মেম্বার একরামুল কবির এর সুস্থতা কামনা করা হয়।
সভায় বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে খুলনা জেলার আইন শৃ্খংলা পরিস্থিতির উপর আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট পপি ব্যানার্জি, অ্যাডভোকেট সাহারা ইরানী, অ্যাডভোকেট উজ্জল কুমার, সময় টেলিভিশনের বেল্লাল হোসেন সজল, খুলনা মহিলা সমিতির সম্পাদক অজন্তা দাস,, জেবুন্নেছা, আফরোজা সুলতানা খুকু, পলাশ দাশ ও কো-কনভেনার লুৎফুন্নেছা হীরা।