সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতের হামলা, শতাধিক গুলি ও ককটেল নিক্ষেপ

মুন্সীগঞ্জ প্রতনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরাঞ্চলে সম্প্রতি চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়েছে নৌ ডাকাত দল। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে ৫০-৬০ জন নৌ ডাকাত ক্যাম্পে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের প্রতিরোধ করতে পুলিশও ২৪ রাউন্ড গুলি চালিয়েছে।’

‘এক পর্যায়ে তারা ইঞ্জিনচালিত ট্রলারে চাঁদপুরের দিকে চলে যায়। হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে ডাকাতদের কেউ হতাহত হয়েছে কি না আমরা জানতে পারিনি,’ বলেন আলম।

স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাত দল পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে মহড়া শুরু করে। তার প্রথমে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।

আলম আরও বলেন, ‘গুয়াগাছিয়ায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছিল। চাঁদাবাজি ও অবৈধভাবে বালু উত্তোলন ছিল প্রতিদিনের ঘটনা। পুলিশ ক্যাম্প স্থাপন করায় এসব বন্ধ হয়ে গেছে। যে কারণে ওরা মরিয়া হয়ে পুলিশ ক্যাম্পে হামলা করে। তবে আমাদের প্রতিরোধ করার সক্ষমতা রয়েছে।’

সূত্র জানিয়েছে, নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা এসব অপরাধে জড়িত।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করবে বলে জানিয়েছেন আলম।

অবৈধ বালুমহাল, নৌযানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গত ২২ আগস্ট জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *