
যায়যায় কাল প্রতিবেদক: বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, আগের বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম বাড়েনি। তবে সরকার দ্রব্যমূল্য আরও কমানোর চেষ্টা করছে। বুধবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা একথা বলেন।
উপদেষ্টা বলেন, ব্যবসা বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে। বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে সরকার চেষ্টা করছে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ।উপদেষ্টা বলেন, কর্মসংস্হান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বিগত সরকারসংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের নিজেদের কারণে বন্ধ করতে হয়েছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।