
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ শোভাযাত্রায় অংশ নেওয়া অনেক পুরুষ নেতাকর্মীরা পরেছিলেন বাহারি পাঞ্জাবি, ফতুয়া, মাথায় ছিল মুকুট, নারীরা অনেকেই এসেছিলেন লাল-সাদা শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ ও মাথায় মুকুট পরে।
বৈশাখী শোভাযাত্রা ও আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ।
গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন ইমন বাবু, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ডা. ফজলে রাব্বি সহ উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড এর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।