
ঝিনাইদহ প্রতিনিধি: চাকরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রাম পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ৬ উপজেলা থেকে আসা গ্রাম পুলিশের নারী ও পুরুষ সদস্যরা অংশ নেয়। এসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আয়ুব হোসেন, মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নামমাত্র বেতনে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি জানান তারা। পরে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন তারা।