শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের সাবেক কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেফতার

অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার পর বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে আনা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হয়েছে আজ। তার গ্রেফতারের বিষয়ে শুক্রবার সিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’বৃহস্পতিবার রাতে সিএমপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সরাসরি হামলাকারী, পাহাড়খেকো ও ভূমিদস্যু সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেথতার করা হয়েছে। এ প্রসঙ্গে শুক্রবার সকাল ১১টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি কমিশনারের কার্যালয়ের নিচতলায় মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করা হবে। এতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিস্তারিত জানাবেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে পাহাড় কাটাসহ নানা অভিযোগ আছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি।

নগরীর আকবর শাহ এলাকায় ২০২৩ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি দল উত্তর পাহাড়তলী ওয়ার্ডের লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটা পরিদর্শনে যান। এরপর কালির ছড়া খাল ভরাটের এলাকায় গেলে তারা বাধার মুখে পড়েন। অভিযোগ আছে, কাউন্সিলর জসিমের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়েছিল। এ ঘটনায় করা মামলায় কাউন্সিলর জসিমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

গত ১৭ ফেব্রুয়ারি জসিমের খোঁজে একে খান গেট এলাকায় আত্মীয়ের বাসায় পুলিশ নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তবে তিনি সেখানে ছিলেন না। পরে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *