
চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ক্লাস গত বুধবার শুরু হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে ক্লাস শুরুর কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক সাংবাদিক জসিম মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্যাহ্ চৌধুরী ও কলেজের সহকারী অধ্যাপক আবু তৈয়ব। সভায় বক্তরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও উপদেশ প্রদান করেন।