আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): তারুণ্যের উৎসব উপলক্ষে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা গত মঙ্গলবার বিকেলে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে চাটখিল পৌরসভা টিমকে ট্রাইবেকারে ৩-৪ গোলে পরাজিত করে পরকোট ইউনিয়ন টিম চ্যাম্পিয়ান হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদের সঞ্চালনায় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আখতার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, বিআরডিবি’র চেয়ারম্যান মো. মহিউদ্দিন তফদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা প্রতিনিধিবৃন্দ।