রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে রুহিতখালি বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার রুহিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অভাবে পড়ালেখার মারাত্মক ব্যাঘাত ঘটছে।

বিদ্যালয়ে ৬ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছে মাত্র দু’জন। প্রধান শিক্ষক সহ ৪টি শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায় উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের রুহিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন থেকে শিক্ষক সংকটের কারণে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় দিনের পর দিন শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে।

বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা মাত্র ৯৫জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, প্রশাসনিক কাজে তিনি উপজেলায় বিভিন্ন প্রশাসনিক কাজে যোগদান করলে মাত্র একজন শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনা করতে হয়। তিনি আরো জানান বিদ্যালয়ের শিক্ষক সংকট সম্পর্কে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে বার বার আবেদন- নিবেদন করেও কোন লাভ হয়নি।

স্থানীয় এলাকাবাসী এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *