রবিবার, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজার এলাকায় সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে অভিযোগ করলেও প্রশাসন এখনো কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, সোমপাড়া মধ্য বাজার ব্রীজের পূর্ব পাশে খালের উপর প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়ির মৃত নুর নবীর ছেলে মোরশেদ আলম অপু বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়া সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজার, বাংলা বাজার সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালীরা খালের উপর দোকান ঘর ও বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করে খালের পানি চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
তারুন্যের আলো সামাজিক সংগঠনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করতে গিয়ে খাল দখলের বিষয়টি দেখতে পায়, এরপর সংগঠনের মুখপাত্র মোঃ সুমন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি নেতাসহ সোমপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী খাল দখলমুক্ত করার দাবি জানান। তারা বলেন, গত বছরের বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার প্রধান কারণ হচ্ছে খাল দখল। মানবাধিকার কর্মী মোঃ গোলাম সারোয়ার জুয়েল এলাকাবাসীর স্বার্থে জলাবদ্ধতা নিরসনকল্পে খালটি দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এই বিষয়ে অভিযুক্ত মোরশেদ আলম অপুর সাথে কথা বললে তিনি বলেন খাল পাড়ে আমাদের ভোগ দখলীয় সম্পত্তির উপর ভবন নির্মাণ করা হচ্ছে, আমি খাল দখল করিনি।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সাময়িকভাবে কাজ বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরজমিনে গিয়ে পরিমাপ করে খালের উপর নির্মিত অংশ ভেঙ্গে ফেলা হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ