
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান গত শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ মাদকসেবীকে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ও ২শ টাকা করে জরিমানা করেন।
দণ্ডিতরা হচ্ছেন, উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চান হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে মোঃ তারেক (২২), মনতাজ কবিরাজ বাড়ির আনিসুর রহমানের ছেলে মোঃ আহাদ ( ২৩), লক্ষণ বাড়ির আব্দুল মান্নানের আল আমিন (২৯) ও লালমোহন ভোলার হাবিবুল্লাহর ছেলে তামজিদ হোসেন ( ১৯)।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, এই ৪ মাদকসেবী গাঁজা সেবন করার সময় নারায়ানপুরে উপন্দ্র কবিরাজ বাড়ির সুপারি বাগানে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে বেলাল মার্কেটে নিয়ে যায়। পরে বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশের একটি টিম সহ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারায় তাদেরকে এই দণ্ড প্রদান করেন। মাদকসেবী ৪ জনকে শনিবার নোয়াখালী জেলে প্রেরণ করা হয়েছে।











