শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাপাতি নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে গেল ছিনতাইকারী

যায়যায়কাল প্রতিবেদক: এক ছিনতাইকারী চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন—এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সন্ধ্যার পর থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার পর ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা একজন সাদা শার্ট ও জিনসের প্যান্ট পরা এক যুবককে চাপাতির ভয় দেখাচ্ছেন। একপর্যায়ে তিনি ওই যুবকের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে রাস্তা পার হয়ে এলাকা ছেড়ে চলে যান। ওই সময় কাছেই সড়কে পুলিশের পোশাক পরা দুজন, সাদাপাশোকের একজনসহ তিন পুলিশ সদস্যকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই চলে যান ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার হয়ে তাকিয়ে দেখছিলেন।

ভিডিওতে দেখা গেছে, নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা শুক্রবার রাতে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পরের ঘটনা এটি। ছিনতাইয়ের শিকার ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যায়নি। ছিনতাইয়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ক্যাশৈন্যু মারমা বলেন, রাত ১২টার পর রাসেল স্কয়ার মোড়ে ট্রাকের চাপ থাকে বেশি। এ ছাড়া রাসেল স্কয়ারের আশপাশে অনেকগুলো নৈশকোচের স্ট্যান্ড রয়েছে। রাতে এসব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়। উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ। ছিনতাইকারীকে গ্রেপ্তার করা যাবে বলে আশা করছেন তিনি।

এর আগে গত ১১ জুলাই ভোরে শ্যামলী ২ নম্বর সড়কে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, সকাল ছয়টার দিকে শ্যামলী ২ নম্বর সড়কের কাজি অফিসের দিক থেকে ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে ওই যুবকের কাছে থামে। এরপর মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী নেমে চাপাতি ধরে ওই যুবকের মুঠোফোন, মানিব্যাগ ও ব্যাগ ছিনিয়ে নেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা যুবকের জামা-জুতাও খুলে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। ওই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *