মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চার মামলায় ৬ আসামিকে দ্রুত গ্রেপ্তার দাবি ভুক্তভোগী আব্দুল মজিদের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খানকে আশ্বস্ত করেছেন যে, তার দায়েরকৃত ৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের জুলাই মাসের শেষ নাগাদ আইনের আওতায় আনার প্রস্তুতি নেওয়া হবে।

এ সময় থানার সেকেন্ড অফিসার ওয়াসিম এবং ওয়ারেন্ট অফিসার এসআই শঙ্করও উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারে তিনি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন। এ প্রসঙ্গে তিনি গাড়ি ভাড়া বাবদ ৩০ হাজার টাকা প্রদানের বিষয়েও সম্মতি দিয়েছেন।

তার ভাষায়, “আসামিদের ধরতে যা যা প্রয়োজন, আমি তাই দিবো।”

তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে আসামিরা দেশের যেকোনো প্রান্তে থাকুক না কেন, গ্রেফতার করা সম্ভব। কারণ, আমরা সবসময় শুনি— ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’। এই স্লোগান বাস্তবে রূপ নিক, এটাই প্রত্যাশা।”

মামলাগুলোর বিবরণ নিম্নরূপ: ১. বোচাগঞ্জ থানার সিআর মামলা নং: ৪/২৩ ২. দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং: সিআর ১২৯/২৩ ৩. সিআর মামলা নং: ২৪৪/২৪ ৪. সিআর মামলা নং: ৯০১/২৪ দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং এমআর ১/২৫ – এটি গ্রেফতারি পরোয়ানা প্রক্রিয়ার বাইরে থাকায় উল্লিখিত চারটিই গ্রেফতারি পরোয়ানাভুক্ত বলে জানানো হয়েছে।

তবে তিনি সতর্ক করে জানান, যদি পুলিশ প্রশাসন এই বিষয়ে গাফিলতি করে এবং আসামিদের ধরতে ব্যর্থ হয়, তাহলে তিনি দিনাজপুর আদালতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়া এবং সংবাদকর্মীদের মাধ্যমেও এই বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান, পিতা: মৃত মহির উদ্দিন খান, বর্তমানে মালিপাড়া, মুরশিদাহাট, ৭নং ওয়ার্ড, বোচাগঞ্জ পৌরসভা, দিনাজপুরের স্থায়ী বাসিন্দা। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ছয়টি মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে—এটা এখন সময়ের দাবি।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ