শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ছাত্র-জনতার বিক্ষোভ

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রাতে ছাত্র-জনতা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। গতকাল রাতে উপজেলার কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনগণ রাতের দিকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা ভবনটির দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় দেয়ালে লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং এর পেছনে ‘ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্য’ থাকতে পারে। অন্যদিকে, বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা ‘স্বৈরাচারের বিরুদ্ধে’ প্রতীকী প্রতিবাদ করেছেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *