বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের কাব স্কাউট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: বাংলাদেশ স্কাউটস এর পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় জয়পুরহাট পিটিআইয়ে দুটি কাব স্কাউট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১০টায় পিটিআইয়ের হলরুমে ৬৮৮তম ও ৬৮৯তম কাব ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুর রব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৬৮৮ তম কাব ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার শাহাদুল ইসলাম সাজু, ৬৮৯তম কাব ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার মো. সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন শান্তি দেওয়ান, মেরিনা নারগিস, মো. মাসুদুজ্জামান, মো. রায়হানুল আলম, মাহমুদুল হাসান মুন্না ও শাপলা পারভীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

জয়পুরহাট জেলা স্কাউটস এর সম্পাদক মাহমুদুল হাসান মুন্না বলেন, ওরিয়েন্টেশন কোর্সটি লিডার হিসেবে তৈরির প্রথম ধাপ। এই একদিনের কোর্স শেষ করে প্রশিক্ষণার্থীগণ পরবর্তীতে ৫ দিনের বেসিক কোর্সে অংশগ্রহণ করবেন। তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে কাবিং কার্যক্রম আরও উন্নত হবে এবং শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই দুটি ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন ৮০ জন শিক্ষক ও শিক্ষিকা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ