
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অনিয়ম, দুর্নীতি, ঘুষ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহ আলমের অপসারণ দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলার নিবন্ধিত ঠিকাদাররা।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন তারা। শাহ আলমকে অবিলম্বে অপসারণ না করলে জেলার সব কাজ বন্ধ করবে বলে হুশিয়ার করা হয়। এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রকৃত কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ঠিকাদাররা দাবি করেছেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম প্রতিটি পর্যায়ে ঘুষ ছাড়া কোনো কাজ অনুমোদন করেন না। টেন্ডার বিল ছাড় কিংবা রোলার ব্যবহারের অনুমতিতে পর্যন্ত ঘুষ আদায়ের অভিযোগ করেছেন তারা।
তারা আরও অভিযোগ করেন, বিল প্রদানে বিলম্ব, সাইট পরিদর্শনের নামে কাজ আটকে রাখা এবং পলাতক ঠিকাদারকে ৮ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পে চুক্তিবদ্ধ করানো হয়েছে যা সরাসরি অনিয়ম।
অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহ আলমের মন্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানিয়েছেন, শাহ আলম ইতিমধ্যে বদলি ও ছুটির আবেদন করেছেন।