
এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে শিশু-কিশোরদের কাছে তামাক জাতীয় বিড়ি-সিগারেট বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অপ্রাপ্ত শিশু-কিশোরদের কাছে অবাধে বিড়ি সিগারেট বিক্রয় হয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দুই ব্যবসায়ীকে ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়িদের অর্থদণ্ডসহ তাদের সতর্ক করা হয়। পরবর্তীতে শিশু-কিশোরের কাছে যেন তামাক জাতীয় দ্রব্যসহ বিড়ি সিগারেট বিক্রয় না করা হয়।