বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Mujib

/

এর সর্বশেষ সংবাদ

জলঢাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 

ভবদিশ চন্দ্র,জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে   নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, জলঢাকা ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত আল মামুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ। পরে জলঢাকা ফায়ার সার্ভিস টিম   সচেতনতা মূলক মহড়া পরিচালনা করেন।

এসময় দুর্যোগ মোকাবেলা ও ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা এবং যেকোন দুর্যোগ রোধে করনীয় বিষয়ের সচেতনতা মূলক বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত আল মামুন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ