মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানী ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও দলের আহ্বায়ক নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া খেয়ে গণপরিষদের নোতকর্মীরা তাদের কার্যালয় আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। তখনই আইনশৃঙ্খলাবাহিনীর মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। তাদের ফাঁকে পড়ে নুর আহত হন। আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জেই আহত হন নুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। তখন এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সংঘর্ষের পর কাকরাইলে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।’

সংঘর্ষের জন্য উভয়পক্ষ একে অন্যকে দায়ী করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।

গণঅধিকার পরিষদের মিডিয়া সমন্বয়ক আবু হানিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগের সহযোগীদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে তারা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি শেষে আমরা পল্টন থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। সে সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পেছন থেকে আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আনুমানিক তিন শতাধিক মানুষ ছিল।

আমরা সন্দেহ করছি, সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের লোকজনও উপস্থিত ছিল, উল্লেখ করেন হানিফ।

এই ঘটনার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টি।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা মিছিল থেকে হামলা চালায়।

তিনি জানান, জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।

অন্তর্বর্তী সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও এ সময় অভিযোগ তোলেন তিনি।

শামীম আরও বলেন, ‘সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতাও হারিয়েছে।’

শামীম হায়দার বলেন, গণঅধিকার পরিষদকে তাদের ‘অসদাচরণের’ জন্য ক্ষমা চাইতে হবে এবং সরকারকে এই দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ