রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াত মুনাফেক : রিজভী

রাজশাহী ব্যুরো:  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সবসময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছুই করেনি। যে দলটি ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ করেছে, নির্বিচারে হত্যা করেছে, জামায়াত বললো, তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। আবু সাঈদ এবং মুগ্ধের রক্তকে কীভাবে মাফ করবেন?’ প্রশ্ন রাখেন তিনি।
বুধবার  বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় দলটিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন, উষ্কানি ছড়াচ্ছেন। সেই ভারত যদি আপনাদের কাছে প্রিয় হয়ে যায়, তবে এটি খুবই দু:খজনক।’
এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বিএনপি নেতারা অন্তবর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *