
বি এম বাবলুর রহমান, তালা: জুলাই বিপ্লবে সরাসরি বিরোধিতা করা তালা উপজেলা সমবায় পরিদর্শন ও আওয়ামী লীগ নেতা অজয় কুমার ঘোষ কার আশ্রয় স্থলে থেকে এখনো স্বপদে বহাল।
কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ একদফা সরকার পতনের আন্দোলন ২০২৪ শের, জুলাই বিপ্লব কে বিরোধীতা করে ৪ আগষ্ট ২০২৪ বিকেলে সাতক্ষীরার তালায় আওয়ামী লীগের অস্ত্রের মহড়ায় সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তালার এই সমবয় পরিদর্শন অজয় কুমার ঘোষ।অজয় ঘোষ তালা উপজেলাধীন ঘোষণগর গ্রামের অমল কান্তি ঘোষ’র ছেলে, তালা উপজেলা সমবায় কার্যালয় এসহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি বাগেরহাট সদরে কর্মকর্তা আছেন।
সূত্র মতে, সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৪ আগষ্ট আওয়ামী লীগের অস্ত্রের মহড়ার ভিডিওতে এই সমবয় পরিদর্শন দেখা যাচ্ছে, ঐ দিন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন পৃথক পৃথক ব্যানার ও মুক্তিযুদ্ধা ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।তিনি যে আওয়ামী লীগের সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্য নেটিজেনরা রীতিমতো ঐ ভিডিওতে কমেন্ট বক্স এ ঝড় তুলেছে। এছাড়া ওই ভিডিওর কমেন্ট বক্সে সমবায় কর্মকর্তা অজয় ঘোষ, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার ছবি দৃশ্যমান হয়েছে। তিনি তালা উপজেলার চিহ্নিত একজন ভূমিদস্যু আখ্যা দিয়ে নিটিজেন মন্তব্য করতে কৃপণতা করেননি ।অজয় ঘোষ একজন সরকারি কর্মচারী হয়ে তৎকালীন সময়ে আওয়ামী লীগের ছত্র ছায়া নিয়ে নানা অপকর্ম করে গড়ে তুলেছেন সম্পদের অঢেল পাহাড়। তার বিরুদ্ধে তৎকালীন সময়ে একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদৃশ্য কারণে তিনি থেকেছেন ধরাছোঁয়ার বাইরে।
তালা কলারোয়ার সাবেক সংসদ এ্যাড ,মোস্তফা লুৎফুল্লাহ, ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, সহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে তার সখ্যতা থাকার কারণে এবং তিনি আওয়ামী লীগ রাজনৈতিক সাথে সক্রিয় থাকার কারনে ধরাকে সরাজ্ঞান করেছেন।
তার বিরুদ্ধে সরাসরি জুলাই বিপ্লবে বিরোধীতা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকলেও তিনি বর্তমানে কার আশ্রয় স্থলে নির্বিঘ্নে আছেন,এবিষয়ে সুধী সমাজের কাছে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবিষয়ে অজয় কুমার ঘোষ এর কাছ থেকে মুঠোফোন মারফত জানতে চাইলে তিনি জানান ৪ আগষ্ট -২০২৪ এর দিনে আওয়ামী লীগের মিছিলে আমি ছিলাম না। ওখানে আমাকে এ্যাডিট করে, এআই ব্যাবহার করা হয়েছে।