
বি এম বাবলুর রহমান, তালা: তালায় ২৪ এর গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে ২-৪ গোলের ব্যাবধানে তালা বিদে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
তালা উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস দিপা রানী সরকার।
তালা উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা আশুতোষ কুমার মন্ডল,মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার,প্রবাস কুমার সাহা,তালা উপজেলা ক্রীড়া সদস্য মির্জা সাকিব,লাবলুর রহমান, আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন ক্রিয়া ব্যক্তিত্ব।
২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতি ধরে রাখতে তালা উপজেলার মাধ্যমিক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।