রবিবার, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, আতঙ্কে ৭০জন শিক্ষার্থীরা

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় বিশিষ্ট আবাসিক ছাত্রাবাস ভবনের দেয়াল ও ছাদের প্লাস্টারসহ রঙের খসে পড়ছে। সেখানেই থাকেন ৭০ জন কোমলমতি শিক্ষার্থী- যাদের মাথার ওপর ছাদ, কিন্তু সেই ছাদেই এখন বিপজ্জনক ফাটল! ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় প্রাণভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে ২২ কোটি টাকা ব্যয়ে আবাসিক ভবনের নির্মাণকাজ শুরু হয়। পরে ২০১২ সালের ২২ এপ্রিল শিক্ষার্থীদের থাকার জন্য উন্মুক্ত করে দেয়ার হয়েছিল। এরপরে ২০১৪ সাল থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে বাৎসরিক ৩০% এবং পার্বত্য জেলা পরিষদের থেকে ৭০% টাকার দিয়ে পরিচালিত হয়ে আসছে।
থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলায় আবাসিক ছাত্রাবাস ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ে একটি কক্ষ থাকার অনুপযোগী হয়ে পড়েছে। কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটছেন। এবং ফাটল ভবনের দ্রুত সংস্কার ও ৭০জন শিক্ষার্থীদের দেখভাল করতে ১জন কেয়ার স্টাফ, ১জন হেড বাবুর্চিসহ নাইট গার্ড নিয়োগের অন্তত্য জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্প্রীতি সরেজমিনে ঘুরে দেখা যায়, থানচি উপজেলা পরিষদ ভবনের পাশেই অবস্থিত থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস। এ ছাত্রাবাস ভবনের প্রথম ও তৃতীয় তলায় দেয়ালসহ বিভিন্ন অনেকাংশে স্থানের ফাটল দেখা দিয়েছে।
আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীরা বলেছেন, আবাসিক ভবনের প্রথম তলায় ডাইনিং রুম, স্টাডি রুমসহ তৃতীয় তলায় চারদিক অনেকাংশে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি দিন হলে তো ছাদ থেকে অনবরত পানি ঝরছে, আর একটি কক্ষ তো বসবাসের একদমই অনুপযোগী হয়ে পড়েছে। আমরা ভয়ে-আতঙ্কে আছি।
থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ক্যসাচিং মারমা বলেন, ভবনে ফাটলের কারণে ছাদ থেকে বৃষ্টি পড়ে একটি রুম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভবনের বিভিন্ন স্থানের ফাটল ও রঙের খসে পড়ার এব্যাপারে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তাদের লিখিতসহ মৌখিকভাবেও জানানো হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করার হলে তিনি জানান, আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল ব্যাপারে অবগত আছেন। অলরেডি প্রাকল্লন করে ঢাকায় অফিসে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ