
খাঁন মো. আ, মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিশ্রিগোলা রেলঘুন্টি এলাকার মোছাঃ ইয়াসমিন ওরফে ভুলুয়া (৭০), স্বামী মৃত সোহরাব। বর্তমানে অসুস্থ ও ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাকী ও অসহায় অবস্থায় আছেন। সন্তানদের অবহেলার কারণে তার জামা-কাপড় অপরিষ্কার ও নোংরা হয়ে থাকে। তার জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, এই বৃদ্ধাকে কেউই সহায়তা করতে এগিয়ে আসছেন না। তাকে সহায়তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কেউ চাইলে নগদে মোবাইল নম্বর ০১৭৫৫৩০১১১৯ (মোঃ ওয়াসিন)-এ অর্থ সহায়তা পাঠাতে পারেন।
যদি কেউ ব্যক্তিগতভাবে গিয়ে সহায়তা করতে চান, তাহলে তার ঠিকানা: মিশ্রিগোলা, রেলঘুন্টি, বোচাগঞ্জ, দিনাজপুর।