বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আ.লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ৬৮

খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরে অভিযান চালিয়ে এক রাতে আ.লীগ নেতাকর্মীসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে তাদের বিভিন্ন উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩ জন, মাদকসহ অন্যান্য মামলায় ২৯ জন, পলাতক আসামি ২৫ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের গ্রেফতাররা হচ্ছেন, ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে বুলাকিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রহমান (৬২), একই ইউনিয়নের উত্তর দেবীপুর গ্রামের জেসারত আলীর ছেলে ওই ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম (৬০), কাহারোল উপজেলার জিনিয়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য। রাজকুমার (৪৫) একই উপজেলার ঈশানপুর মটুনী বাজার গ্রামের শ্রী উদয় চন্দ্র রায়ের ছেলে রামচন্দ্রপুর ইউনিয়নের যুবলীগের সদস্য নিরঞ্জন চন্দ্র রায় (৪৫), বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মো. হাসান আলীর ছেলে বনগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জোবাইদুর রহমান (৪৭), ফুলবাড়ী উপজেলার বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে কাজীহাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম (৪০), একই উপজেলার দেবীপুর গ্রামের কুমীর উদ্দিন সরদার শিবনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আমিনুল হক সরদার (৬৫), পার্বতীপুর উপজেলার জয়পুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রকিব সরদারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু দাউদ রুহুল আমিন পলাশ (৪০), মধ্যপাড়া পলিপার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল ইসলাম (৪০), পাঁচ পুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মো. শফিকুল ইসলাম (৪৮), হরিরামপুর ভাটিপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. দুলাল প্রামাণিক (৪০), নতুন বাজার মহল্লার মৃত মহিউদ্দিনের ছেলে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মমিনুল ইসলাম (৫০) ও রিয়াজনগর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াসাদ সরোয়ার জয় (৩০)।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন মারুফ বলেন, তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *