খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুর-সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কে একটি আম বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট।
গত সোমবার সকালে সেতাবগঞ্জ থেকে দিনাজপুর যাওয়ার পথে উপজেলার ধামইর ইউনিয়নের এলজিইডি পার্ক সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বিস্তারিত এখনও জানা যায়নি। একই দিন সকালে বিরল উপজলোয় ট্রাকের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।
দিনাজপুর-সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কে একটি আম বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।