বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দিরাইয়ের রণভুমিতে রণ নায়ক শফিক উল্লাহ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে আওয়ামীলীগের দূসর শফিক উল্লাহ ও আশিক মিয়া’র লোকজনের তান্ডবে অতিষ্ট রণভুমি গ্রামের কয়েকটি নিরীহ পরিবার।

শফিক উল্লাহ’র ভাই ভাতিজাদের আক্রমনে শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন একই গ্রামের আঙ্গুর মিয়া চৌধুরী ও তার পিতা সহ আরো অনেকেই।

শফিক উল্লাহ গ্রাম্য মাতবর হওয়াতে প্রতিনিয়ত রণভুমি গ্রামে রণক্ষেত্র লাগিয়ে রাখেন। তার কথার বাহিরে গেলে তিনি সাধারণ মানুষ প্রতি অমানবিক আচরণ করেন। খোজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগে গ্রামের প্রভাবশালী মনসুক ও আলিফ উদ্দিনের সাথে নিরিহ সিজিল চৌধুরী’র তুচ্ছ কথা কাটা-কাটি হলে গত এক মাস আগে রাতের আধারে নিভৃত নিরলে সিজিল চৌধুরী ও তার ছেলে লিকছন চৌধুরী উপর হামলা করেন শফিক বাহীনি । নিরীহ সিজিল ও লিকছনের সাথে থাকা নগদ অর্থকড়ি হাতিয়ে নেন সন্ত্রাসী বাহিনী। লিকছন চৌধুরী জানান, গত ৯ মার্চ সকাল আমরা আমাদের বাড়ীর সামনের দিকে বের হলে মনসুক ও আলিফ উদ্দিন সফিক উল্লাহ’র নেতৃত্বে আমাদের উপর ঝাপিয়ে পড়েন। পরে আমাদেকে অকথ্য ভাষা গালিগালাজ করে আমাদের বাড়ীতে এসে ঘর দরজা ভাংচুর করে লুট ও করেন। নিরীহ আঙ্গুর মিয়া চৌধুরীর মাতা জানান, আমরা নিরীহ মানুষ, আমাদের উপর প্রতিনিয়ত নির্যাতন করে আসছেন আশিক ও মনসুক। তারা শফিক উল্লাহর হুকুমে আমাদের ঘর দরজা ভেঙ্গে টাকা পয়সা লুট করে নিয়েগেছেন। আমার নাতি বলেছে তারা আমাদের গরু ও নিয়েগেছে। আমরা অসহায় মানুষ কার কাছে যাব। আমরা পুরুষ শুন্যতায় অসহায় হয়ে বসে আছি। আবার যদি আমাদের উপর হামলা হয়। আমার থানা’য় মামলা করতেছি। এব্যাপারে শফিক উল্লাহর মুঠোফোন এ একাধিক কল দিলে তিনি রিসিভ করেনি।

এ ব্যাপারে দিরাই থানা’র অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় পুলিশ মোতায়েন আছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *